বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ‘বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ’কে বিভক্ত করে ‘বিজ্ঞান অনুষদ’ ও ‘প্রকৌশল অনুষদ’ নামে দুটি স্বতন্ত্র অনুষদ সৃষ্টি করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ে অনুষদের সংখ্যা বেড়ে হলো ৭টি। বিশ্ববিদ্যালয়ে ২৫টি বিভাগ রয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদকে দুই ভাগে বিভক্ত করে স্বতন্ত্র অনুষদ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৯০ তম সিন্ডিকেট সভায় বিষয়টি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
অফিস আদেশে বলা হয়, ‘একাডেমিক কাউন্সিলের ৫১তম সভার (১৮/০৮/২০২৫) আলোচ্য বিষয় ৯ -র সিদ্ধান্ত এবং সিন্ডিকেটের ৯০ তম (২৯/০৮/২০২৫) সভার আলোচ্যবিষয়: ১৩২২ এর অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদকে বিভক্ত করে বিজ্ঞান অনুষদ ও প্রকৌশল অনুষদ নামে দুটি অনুষদ সৃজন করা হলো। এতদনুযায়ী বর্তমান বিজ্ঞান ও প্রকৌশল অনুষদাধীন বিভাগ সমূহকে দুই ভাগে বিভক্ত করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে প্রকৌশল অনুষদের এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদাধীন অন্যান্য বিভাগকে বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত করা হলো।’
বিডি প্রতিদিন/নাজিম