কিশোরগঞ্জের অষ্টগ্রামে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ (৪৫) উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বর্ধমানপাড়া আশ্রম এলাকার ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে এলাকাবাসী ব্রিজের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। স্থানীয়দের বরাতে জানা গেছে, ওই ব্যক্তিকে দীর্ঘদিন ধরে অষ্টগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা যেত। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান ওসি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।