বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি (৫৬)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১টার দিকে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ববি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ইসহাক আলীর ছেলে।
জানা যায়, ২০১৯ সালে ববি বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরে ২০২১ সালের পৌরসভা নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে পরাজিত হন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার কাছে। ২৪ এর ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার অভিযোগে আবু ওবায়দুল হাসান ববির বিরুদ্ধে অন্তত এক ডজন মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন