‘সাইয়ারা’ তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। সেই সাফল্য কি তার মাথা ঘুরিয়ে দিয়েছে? উর্দু কবিতা বা ‘শায়েরি’ এ বার গান হিসাবে গেয়ে বিপাকে পড়েছেন অনীত পড্ডা। তার এই গানের আকারে গাওয়া শায়েরি নাকি ভাবাবেগে আঘাত দিয়েছে ভিন্নধর্মীদের। যার জেরে কটাক্ষের বন্যা সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেক সময়েই পুরনো ঝলক নতুন করে প্রকাশ্যে আসে। যার জেরে নতুন করে চর্চা বা বিতর্ক দানা বাঁধে। অনীতের ক্ষেত্রেও সেরকমই ঘটেছে।
তার গাওয়া পুরনো একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ঝলকে ‘সাইয়ারা’ নায়িকাকে বিখ্যাত উর্দু কবিতা বা শায়েরি ‘লব পে আতি হ্যায় দুয়া’ গানের মতো করে বলতে শোনা গেছে। তাতেই চটেছেন ভিন্নধর্মীরা।
কারও দাবি, অভিনেত্রী পরোক্ষভাবে নির্দিষ্ট ধর্মের মানুষদের ‘উপহাস’ করেছেন। কারও মত, জনপ্রিয়তার শিখরে পৌঁছে কাণ্ড-জ্ঞান বুঝি খুঁইয়েছেন! তাকে ‘অসভ্য’ বলতেও ছাড়েননি অনেকেই। এখানেই শেষ নয়।
কেউ বার্তায় লিখেছেন, “গানের ভাঁড়ারে কি টান পড়েছে, যে শেষে উর্দু কবিতা গাইতে হচ্ছে!” কারও মতে, উর্দু কবিতা কীভাবে পাঠ করতে হয়, সেটাই সম্ভবত অনীত জানেন না। তাই এ রকম কাণ্ড ঘটালেন।
তার পুরনো ঝলক নিয়ে অবিরাম ‘কাটাছেঁড়া’ চললেও নায়িকা কিন্তু নিশ্চুপ। বদলে প্রতিবাদ জানিয়েছেন তার অনুরাগীরা। একজোটে তাদের দাবি, “উর্দু কবিতাটি মুহম্মদ ইকবালের লেখা। এটি প্রার্থনাসঙ্গীত হিসাবে বিবেচিত। সম্ভবত তাই কবিতাটি সুরে সুরে বলার চেষ্টা করেছেন তাদের প্রিয় নায়িকা।”
তারা এও অনুরোধ জানিয়েছেন, অনীতের প্রতি যেন রাগ, ক্ষোভ বা ঘৃণা পুষে রাখা না হয়।
প্রসঙ্গত: বলিউডে পা রেখেই বাজিমাত করেছেন অনীত পাড্ডা। গত ১৮ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেত্রীর নতুন সিনেমা ‘সাইয়ারা’। অভিনেত্রী সঙ্গে পর্দায় রোমান্স জমিয়েছেন আহান পাণ্ডে। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষক করেছেন তিনি।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম