বরিশালের বাবুগঞ্জে বাসের চাঁপায় সাইকেল অরোহী বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর মোল্লা (২৫) ঝালকাঠি সদর উপজেলার সিংহপুর গ্রামের সোহেল রানা মোল্লার ছেলে।
গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান জানান, সাগর মোল্লা সাইকেলে নতুনহাট যাচ্ছিলো। তখন বরিশাল থেকে ঢাকাগামী সাদ আব্দুল্লাহ পরিবহনের একটি বাস পিছন থেকে তাকে চাঁপা দেয়। এতে গুরুতর আহত সাগরকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ওসি বলেন, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
বিডি প্রতিদিন/এএম