গাইবান্ধার পলাশবাড়িতে ৪০ বোতল ফেনসিডিলসহ এক কিশোরীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গ্রেপ্তাররা লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্বসড়ডুবি এলাকার আতিয়ার রহমানের ছেলে খাইরুল ইসলাম (৩৭) ও একই ইউনিয়নের টংভাঙ্গা (টিএন্ডটিপাড়া) এলাকার আফজাল হোসেনের মেয়ে তাসলিমা আক্তার সুখী (১৬)।
শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার মহেষপুর এলাকায় যাত্রীবাহী বাস থেকে ওই সব ফেনসিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর দেড়টার দিকে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে খাইরুল ইসলামের ব্যাগ থেকে ২০ বোতল ও কিশোরী তাসলিমা আক্তার সুখীর কাছ থেকে ২০ বোতলসহ মোট ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ বলেন, উদ্ধারকৃত ৪০ বোতল অবৈধ ফেনসিডিলের স্থানীয় বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম