আফগানিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে সিরিজে বাংলাদেশের সমতা ফেরানোর ম্যাচে শনিবার আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। আফগানদের ইনিংস শেষে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৯১ রান।
আবুধাবির এই উইকেটে রান তোলাই কঠিন, তারপর বাংলাদেশি বোলাররা ধারাবাহিক শৃঙ্খলিত বোলিংয়ে শুরু থেকেই চেপে ধরে আফগানদের। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন ইব্রাহিম জাদরান। তবে এই রান করতে তিনি খরচ করেন ১৪০ বল। আফগানিস্তানের গুরুত্বপূর্ণ ব্যাটার রাহমত শাহ পেশির টান অনুভব করে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়ায় শেষ পর্যন্ত আফগানিস্তান ৪৪ ওভার ৫ বলে ১০ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে।
ইনিংসের শুরুতেই আফগান শিবিরে প্রথম ধাক্কা দেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আফগান ওপেনার রহমনুল্লাহ গুরবাজ (১১) তার শিকার হন। এরপর সেদিকুল্লাহ আতালকে (৮) ফেরান তানভির ইসলাম। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে আফগান শিবির। অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি (৪) এবং অভিজ্ঞ মোহাম্মদ নবী (২২) কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি বেশিক্ষণ টেকেনি। নবীকে ফেরান তানজিম আর শাহিদির উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
তবে একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ইব্রাহিম জাদরান। ১৪০ বল খেলে ৯৫ রানের দারুণ ইনিংস উপহার দেন তিনি। কিন্তু সঙ্গীদের ব্যর্থতায় বড় জুটি গড়তে পারেননি। অভিজ্ঞ মোহাম্মদ নবী কিছুটা প্রতিরোধ গড়লেও (২২), তাকেও ফেরান তানজিম সাকিব। শেষদিকে তরুণ আরাফ গজনফার ১৮ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেই ইনিংসটা দুইশোর কাছাকাছি নিয়ে যান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মেহেদী হাসান মিরাজ। ১০ ওভারে মাত্র ৪২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। সমান প্রশংসা প্রাপ্য তরুণ তানজিম হাসান সাকিবেরও। ৭ ওভারে ৩৫ রানে তিনি নেন ২ উইকেট। এছাড়া রিশাদ হোসেন ২ ও তানভির ইসলাম ১ উইকেট পান। বাংলাদেশের লক্ষ্য মাত্র ১৯১ রানের। এই ম্যাচে জয় পেলেই সিরিজ জয়ের সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ