আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে সিরিজে সমতা ফেরানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামছে টাইগাররা।
শনিবার আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে আফগানিস্তান। সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশের একাদশে আজ দুটি পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী (উইকেটকিপার), নুরুল হাসান, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/এমআই