হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার কিউনা মাফাকা। ফলে নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ও আসন্ন পাকিস্তান সফরে খেলা হচ্ছে না তরুণ পেসারের।
মাফাকার জায়গায় দুই সফরেই টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ওটনিল বার্টম্যান। আর ওয়ানডে দলে এসেছেন লিজাড উইলিয়ামস।
গত সপ্তাহে নিউল্যান্ডসে ওয়েস্টার্ন প্রোভিন্সের বিপক্ষে লায়ন্সের হয়ে চার দিনের ম্যাচে খেলেন মাফাকা। প্রথম ইনিংসে ৫.৫ ওভার বল করার পর হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি।
স্ক্যান রিপোর্টে প্রথমে বড় কোনো সমস্যা ধরা না পড়ায় দ্বিতীয় ইনিংসে আবারও বোলিং করে ১০ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন তিনি, যা দলের ইনিংস ও ১৩৪ রানের জয়ে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।
পরবর্তী স্ক্যান ও মেডিকেল পরীক্ষায় তার হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। আগামী চার সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন বলে জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
নামিবিয়ার বিপক্ষে একমাত্র ম্যাচটি হবে শনিবার (১১ অক্টোবর)। পরদিন ১২ অক্টোবর লাহোরে প্রথম টেস্ট দিয়ে পাকিস্তান সফর শুরু হবে দক্ষিণ আফ্রিকার। এরপর ২৮ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ৮ নভেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে সমাপ্তি হবে সফরের।
নামিবিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: ডনোভান ফেরেইরা (অধিনায়ক), নান্দ্রে বার্গার, জেরল্ড কুটসিয়া, কুইন্টন ডি কক, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, রুবিন হারম্যান, রিভালদো মুনসামি, নাবাইয়োমজি পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, জেসন স্মিথ, লিজাড উইলিয়ামস, ওটনিল বার্টম্যান।
পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল: ডেভিড মিলার (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরল্ড কুটসিয়া, কুইন্টন ডি কক, ডনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, জর্জ লিন্ডা, লুঙ্গি এনগিডি, নাবাইয়োমজি পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাড উইলিয়ামস, ওটনিল বার্টম্যান।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দল: ম্যাথু ব্রিটস্কি (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরল্ড কুটসিয়া, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডনোভান ফেরেইরা, বিয়ন ফোরটান, জর্জ লিন্ডা, লিজাড উইলিয়ামস, লুঙ্গি এনগিডি, নাবাইয়োমজি পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ