আজারবাইজানকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল পর্বে এক পা দিয়ে রাখলো ফ্রান্স। অক্টোবর উইন্ডোতে পরের ম্যাচে জিতলেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যাবে ফরাসিদের।
প্যারিসে শুক্রবার (১০ অক্টোবর) রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপের ম্যাচে আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিন দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেওয়া কিলিয়ান এমবাপে পরে সতীর্থের গোলেও রাখলেন অবদান। দলের বাকি দুটি গোল করেন আদ্রিয়েন রাবিও ও ফ্লোরিয়ান থাভিন।
পুরো ম্যাচজুড়ে ছিল ফ্রান্সের দাপট। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে স্বাগতিকরা। দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে প্রথমার্ধের যোগ করা সময়ে একক নৈপুণ্যে দলকে লিড এনে দেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১০ ম্যাচে গোল করলেন তিনি। জাতীয় দলের হয়ে এটি তার ৫৩তম গোল। দেশের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুদ (৫৭)-এর আরও কাছাকাছি পৌঁছে গেলেন এমবাপ্পে।
দ্বিতীয়ার্ধে ফরাসি আক্রমণ আরও তীব্র হয়। ৬৯তম মিনিটে এমবাপ্পের ক্রসে হেডে গোল করেন আদ্রিও র্যাবিয়ট। তবে ম্যাচের শেষ দিকে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয় এমবাপ্পেকে। তার পরিবর্তে নামা ফ্লোরিয়ান তোভাঁ নামার এক মিনিটের মধ্যেই গোল করে স্কোরলাইন ৩-০ করেন। প্রায় ছয় বছর পর জাতীয় দলের জার্সিতে ফিরেই গোল পেলেন তিনি।
পুরো ম্যাচে বল দখলে ছিল ৭৬ শতাংশ সময় ফ্রান্সের। তারা ৩৩টি শট নেয়, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে আজারবাইজান পুরো ম্যাচে মাত্র একবার শট নিতে পারে, তাও লক্ষ্যভ্রষ্ট। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে ফ্রান্স, দ্বিতীয় স্থানে ৪ পয়েন্ট নিয়ে ইউক্রেন।
বিডি প্রতিদিন/নাজিম