ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ আবারও সেবাস্তিয়ান লেকর্নুকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। শুক্রবার এলিসি প্রাসাদের এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়।
ঘোষণায় বলা হয়, প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।
মাত্র কয়েক দিন আগেই লেকর্নু নিজের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে মাক্রোঁ তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনলেন।
ফ্রান্সে ২০২৪ সালের মাঝামাঝি অনুষ্ঠিত আকস্মিক সংসদ নির্বাচনের পর থেকে কোনো দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইউরোপীয় নির্বাচনে দুর্বল পারফরম্যান্সের পর মাক্রোঁ এ নির্বাচন আহ্বান করেছিলেন, যেখানে তার দল দূর-ডানপন্থীদের কাছে বেশ কিছু আসন হারায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেকর্নু বলেন, আমি দায়িত্ববোধ থেকে এই দায়িত্ব গ্রহণ করেছি। রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে হবে।
তিনি আরও বলেন, বছরের শেষ নাগাদ ফ্রান্সের বাজেট পাস করাতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তার মতে, দেশের ভবিষ্যতের জন্য জনঅর্থনীতি পুনর্গঠনই এখন আমাদের প্রধান অগ্রাধিকার।
সূত্র : ফ্রান্স।
বিডি-প্রতিদিন/শআ