পর্তুগালের বিশ্বকাপ দৌড় এবার আলাদা এক অধ্যায়ের প্রতিশ্রুতি নিয়ে শুরু হতে যাচ্ছে। ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ ব্রুনো ফের্নান্দেস বলছেন, এইবার শুধু অংশগ্রহণ নয়, জয়ই হবে লক্ষ্য।
কাতার বিশ্বকাপের পর্তুগাল স্কোয়াডে ছিলেন রোনালদো, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভা। কিন্তু এত সম্ভাবনাময় দলও এখনো পারেনি সবচেয়ে বড় মঞ্চে ছোঁয়ার। ফের্নান্দেস জানিয়েছেন, সে স্বপ্নটা তিনি ছোট থেকেই দেখেছেন। এবার সেই স্বপ্ন বাস্তবায়নে মাঠে নামবে পুরো দল।
বিশ্বকাপ বাছাইপর্বে আয়রল্যান্ডেন বিপক্ষে খেলার আগে ফের্নান্দেস বলেন,“আমরা প্রতিটি ম্যাচে যতটা সম্ভব আদর্শ খেলব। দ্রুত মূলপর্ব নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। জয়ই হবে সর্বপ্রধান ইচ্ছা।”
তিনি আরও বলেন,“ছোটবেলা থেকেই এই স্বপ্ন—বিশ্বকাপ জেতা। এটা শুধু আমার নয়, সমগ্র পর্তুগালের স্বপ্ন। প্রথমে নিশ্চিত করব মূলপর্ব, তারপর সেই স্বপ্নের লড়াইটা শুরু হবে।”
বাছাইপর্বের ‘এফ’ গ্রুপে তিন ম্যাচে তিন জয় নিয়ে ৯ পয়েন্টে শীর্ষে পর্তুগাল। দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরির পয়েন্ট ৪।
পর্তুগালের সর্বোচ্চ বিশ্বকাপ সাফল্য ছিল ১৯৬৬ সালে তৃতীয় স্থান। ২০০৬ সালে সেমি‑ফাইনালেও উঠেছিল তারা।
বিডি প্রতিদিন/মুসা