রাতভর রুশ হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলের কিছু এলাকা শনিবার ভোর থেকে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, শীতকাল শুরু হওয়ার প্রাক্কালে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এটি রাশিয়ার সর্বশেষ হামলার ঘটনা।
এএফপি জানায়, বিদ্যুৎ বিভ্রাটের ফলে কতসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তা কর্তৃপক্ষ জানায়নি। তবে, ইউক্রেনীয় জ্বালানি সংস্থা ডিটেক জানিয়েছে, ওডেসার কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। পরে তারা বলেছে, ওডেসার ২ লাখ ৪০ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে।
স্থানীয় গভর্নর ওলেগ কিপার বলেন, গত রাতে শত্রুপক্ষ ওডেসা অঞ্চলে জ্বালানি ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, প্রকৌশলীরা বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে চালুর জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
২০২২ সালে ইউক্রেনে আক্রমণের পর থেকে মস্কো প্রতি বছর শীতকালে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এতে লাখ লাখ পরিবারের শীতে উষ্ণ থাকার ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এবং পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। কিয়েভ এটিকে নির্লজ্জ যুদ্ধাপরাধ আখ্যায়িত করেছে।
বিডি প্রতিদিন/নাজিম