কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুল ইউপির ৫ নং ওয়ার্ডস্থ জানারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব।
শনিবার রাতে অভিযানটি পরিচালনা করা হয়।
এসময় দুইটি দেশীয় তৈরি এলজি, ৭.৬২ মি.মি.রাইফেল এর ১০ রাউন্ড তাজা গুলি, পাঁচটি শর্ট গানের তাজা সিসা কার্তুজ, দুইটি বাট যুক্ত ছুরি উদ্ধার করা হয়।
র্যাব-১৫ সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল ইউপির ৫ নং ওয়ার্ডস্থ জানারপাড়া এলাকার জাকের চৌধুরীর পরিত্যাক্ত ঘরের মধ্যে শুকনা খরের নিচ থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় দুইটি দেশীয় তৈরি এলজি, ৭.৬২ মি.মি.রাইফেল এর ১০ রাউন্ড তাজা গুলি, পাঁচটি শর্ট গানের তাজা সিসা কার্তুজ, দুইটি বাট যুক্ত ছুরি উদ্ধার করা হয়। অভিযান চলাকালে অস্ত্রকারবারিদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, অস্ত্রকারবারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ছুরির বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/নাজিম