ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘বিএনপির হাতেই দেশ ও দেশের গণতন্ত্র নিরাপদ। তাই আগামী নির্বাচনে সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিতে হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তাই আমরা দ্রুত নির্বাচন চাই।’
শুক্রবার ঢাকা-৫ আসনের ৬২ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এক উঠান বৈঠক ও গণসংযোগে তিনি একথা বলেন। এ নির্বাচনী উঠান বৈঠক রূপ নেয় জনসমুদ্রে। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় নবীউল্লাহ নবী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান।
নবীউল্লাহ নবী বলেন, ‘সামনের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে— এটাই দেশের জনগণের প্রত্যাশা। জনগণ ভোট দিতে প্রস্তুত। তাই যারা নতুন কোনো ইস্যু তৈরি করে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তারা জনগণের কাছে ধরা পড়ে যাবেন।’
এসময় বিএনপি পিআর পদ্ধতিতে বিশ্বাসী নয় বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘পিআর পদ্ধতিতে জনগণের ইচ্ছাকে উপেক্ষা করা হবে। জনগণ তাদের নিজের এলাকার নেতাকে ত্যাগ ও জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত করতে চান। তাই কোনো সংখ্যার অনুপাতে নয়, দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি।’
বিডি-প্রতিদিন/শআ