সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের (অব.) লাশ দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বাদ জোহর নৌবাহিনী সদর দপ্তর জামে মসজিদে জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, প্রাক্তন নৌবাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা। উল্লেখ্য, ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম গত শুক্রবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ৭৩ বছরে বয়সে মৃত্যুবরণ করেন।