ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম মিয়াজ উদ্দিন (৬০)। গতকাল সকালে হাসপাতালের ২০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারারক্ষী আরমান জানান, শুক্রবার রাতে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিয়াজ উদ্দিন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।