দীর্ঘ অপেক্ষার পর স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি বুঝে পেয়েছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিমেবি)। গতকাল জেলা প্রশাসক মো. সারওয়ার আলম আনুষ্ঠানিকভাবে জমির কাগজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারীর হাতে তুলে দেন।
জানা যায়, সিলেট-সুনামগঞ্জ বাইপাস সংলগ্ন গোয়ালগাঁও ও হাজরাই মৌজায় মোট ৭৯.১১৭৫ একর জমি সিমেবির জন্য অধিগ্রহণ করা হয়। জেলা প্রশাসনের মাধ্যমে অধিগ্রহণকৃত জমির মালিকানা ও দখল গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অধিগ্রহণকৃত ভূমি বুঝে পাওয়ার মধ্য দিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ দ্রুত শুরু করা সম্ভব হবে।