লিওনার্দো দা ভিঞ্চি রোমের এক বাড়িতে ভাড়া ছিলেন। বিশাল সাজানো বাড়ি। ভাড়াও খুব বেশি। লিওনার্দো বাড়ির মালিককে ভাড়ার টাকা দিতেন না। এদিকে শিল্পীর বাজারে নামডাক খুব। হয়তো রোজগারও খুব বেশি। বাড়ির মালিক নিয়মিত আসেন বাড়ির ভাড়া চাইতে। লিওনার্দো ফিরিয়ে দেন।
একদিন বাড়িওয়ালা টাকার জন্য এসেছেন। লিওনার্দো সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন এবং বাড়িওয়ালা তুচ্চিকে ওপরে আসতে বললেন। তুচ্চি যখন সিঁড়ি বেয়ে অনেক দূর উঠেছেন, লিওনার্দো তাঁকে এমন জোরে ধাক্কা মারলেন যে, তুচ্চি সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেলেন।
দারোয়ান আহত তুচ্চিকে মেঝে থেকে তুললেন। তারপর বললেন, ‘একজন বিশ্ববিখ্যাত শিল্পী তোমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। এমন সৌভাগ্য কজনের হয়! লোকের কাছে গর্ব ভরে তুমি বলতে পারবে ব্যাপারটা।’
►
কবি রজনীকান্ত সেন সকালে বসে কবিতা লিখছিলেন। সেই সময় তার বাড়িতে এলেন কবি রসময় লাহা। রসময় তার সদ্য প্রকাশিত
কাব্যগ্রন্থ ছাইভস্ম রজনীকান্তকে উপহার দিয়ে বললেন, এই নিন, আমার ছাইভস্ম।
রজনীকান্তর অমৃত নামে একটি কাব্যগ্রন্থ সবেমাত্র বেরিয়েছে। ছাইভম্ম বইটি নিয়ে রজনীকান্ত তার অমৃত বইটি রসময় লাহাকে উপহার দিয়ে রসিকতা করে বললেন, ছাইভস্ম দিয়ে অমৃত নিয়ে যান।