বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘রংধনুর সাত রঙের মতো বিএনপির রাজনীতি। বিএনপির রাজনীতি সহজ স্বাভাবিক রাজনীতি। সব ধর্মের মানুষের সম্মানের জায়গা রেখেছেন জিয়াউর রহমান। এটি তার রাজনৈতিক দর্শন। ওই দর্শন নিয়েই গ্রামেগঞ্জে আমরা কথা বলি। একটি ভূখণ্ডে ধর্মবর্ণ-গোষ্ঠী নির্বিশেষে আমরা সবাই বসবাস করছি, সবাই আমরা বাংলাদেশি। এটি একটি রংধনু।’ গতকাল দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ গ্রামে শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম মন্দিরে রাস পূর্ণিমা উৎসব পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে কর্তৃত্ববাদ, লুটপাট, অর্থ পাচার, অত্যাচার-নির্যাতন ও দখদারির। তাই তারা পালিয়ে গেছে। বিএনপির রাজনীতিতে এসব নেই। এ কারণে বিএনপি গণমানুষের দল। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা ও বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।