বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শরিক দলের প্রার্থীদের মধ্যে যাদের জয়ী হওয়ার সম্ভাবনা আছে, শুধু তাদের জন্যই বিএনপি আসন ছেড়ে দেবে। মনোনয়ন নিশ্চিতের পর গতকাল প্রথমবার চট্টগ্রামে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন। সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর সর্বস্তরের নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর নগরীর মেহেদিবাগে নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির সবচেয়ে সুবিধা হচ্ছে আমরা একটি জনসম্পৃক্ত দল। নির্বাচনের জন্য আমাদের আলাদা প্রস্তুতির প্রয়োজন হয় না। আমরা জনগণের ওপর নির্ভর করেই রাজনীতি করি। ১৬ বছর জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন করে বিএনপি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে।
আমাদের নেতা-কর্মীরা প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, জীবনহানি হয়েছে, পঙ্গু হয়েছে, জেলে গেছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, তার পরও এ দলটি টিকে আছে শক্তিশালী অবস্থায় এবং আগের চেয়ে আরও বেশি শক্তিশালী। সুতরাং আমরা যেহেতু জনসম্পৃক্ত একটা দল, আমাদের সবসময় নির্বাচনের প্রস্তুতি থাকে।
এরপর বিকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম প্রেস ক্লাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত ‘আমার প্রথম ভোট ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন।
বিএনপিকে কেন ভোট দেবে- এ প্রসঙ্গে সেমিনারে তিনি বলেন, কারণ বাংলাদেশে প্রথম বহুদলীয় গণতন্ত্র এনেছে জিয়াউর রহমান, এজন্য বিএনপিকে ভোট দেবেন। স্বৈরাচারের বিরুদ্ধে ১৬ বছর আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন বেগম খালেদা জিয়া। সাত বছর জেলে ছিলেন, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। বিএনপি বাংলাদেশে শুধু প্রথম গণতন্ত্র চালু করেনি, দেশের অর্থনৈতিক মুক্তির পথ তৈরি করে দিয়েছেন।