রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া বলেন, বর্তমানে আবাসন ব্যবসা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সরকার যে বিধিমালা অর্থাৎ বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) চালু করেছে সেটার প্রভাব পড়েছে আবাসন খাতে। ব্যবসা প্রায় বন্ধ হয় হয় অবস্থা। মূলত ড্যাপে ভবনের ফার কমে যাওয়ায় প্রভাব পড়ছে। ফার কমাতে ভবনের আয়তন কমে যাচ্ছে। কমছে ফ্ল্যাটের সংখ্যা এবং বাড়ছে ফ্ল্যাটের দাম। একই সঙ্গে বাড়ি ভাড়াও অনেক বেড়েছে। এই ড্যাপের কারণে আবাসনের স্বপ্ন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। সুতরাং ড্যাপ সংশোধন করে ২০০৮-এর বিধিমালা কার্যকর করার দাবি জানাই।
বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা শুধু মাথা গোঁজার ঠাঁই তৈরি করছি না, অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখছি। সরকারের রাজস্ব আয়, কর্মসংস্থান, রড, সিমেন্ট, টাইলসসহ দুই শতাধিক লিঙ্কেজ শিল্প প্রসারের মাধ্যমে সমগ্র নির্মাণ খাত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সমগ্র নির্মাণ খাতের অবদান প্রায় ১৫ শতাংশ। অর্ধ কোটির অধিক শ্রমিকের ওপর নির্ভরশীল ২ কোটি লোকের অন্নের জোগান দিয়েছে। সুতরাং জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে রিহ্যাব।
তিনি বলেন, এটা সব জায়গায় আছে। দেশের সব ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে মানুষ পরিচিত নয়। অনেক ছোট-বড় কোম্পানি আছে। যেমন হাতের আঙুল এক সমান নয়, তেমনি ব্যবসায়ীদের মধ্যে ছোট-বড় আছে। সবাই চেষ্টা করে তাদের পরিচিতি সবাই জানুক। কিন্তু এটা কখনো সম্ভব হয়ে ওঠে না।
লিয়াকত আলী ভূইয়া বলেন, রিহ্যাবের পক্ষ থেকে উদ্যোগ রয়েছে। এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে হবে। যেমন ঢাকার বাইরে কেরানীগঞ্জ ও গাজীপুরে কম দামে জায়গা দিতে হবে। এ ছাড়া ট্যাক্সসহ অন্যান্য খরচ কমিয়ে দিলে কম দামে মানুষকে ফ্ল্যাট দেওয়া সম্ভব। এটার জন্য আমাদের সুযোগ করে দিতে হবে। আর বর্তমান কমিটি এ বিষয়ে চেষ্টা করছে। তবে রাজনৈতিক সরকার এলে এ সুযোগটা আমরা পাব বলে আশা করি।
তিনি আরও বলেন, অবকাঠামোগত সমৃদ্ধির ক্ষেত্রে সরকারের সঙ্গে বড় সহযোগী হিসেবে কাজ করছে আবাসন শিল্পের বড় প্রতিষ্ঠান রিহ্যাব। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসের ব্যবস্থা করার লক্ষ্যে তিন দশক থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রিহ্যাবের সুবাদে প্রায় সাড়ে ৩ লাখ পরিবার নিজ ফ্ল্যাটের মালিক হয়েছেন। আমরা সবার জন্য আবাসনের ব্যবস্থা করতে চাই। সেজন্য সরকারকে সুযোগ দিতে হবে।