মহাবিশ্বের অজানা রহস্যভেদে এক যুগান্তকারী অনুসন্ধান তুলে ধরেছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় তারা জানিয়েছেন, পৃথিবী, সৌরজগৎ এবং পুরো মিল্কিওয়ে গ্যালাক্সি এক বিশাল রহস্যময় শূন্য গহ্বরে অবস্থান করছে, যেখানে মহাবিশ্বের সম্প্রসারণ হার অস্বাভাবিকভাবে দ্রুত।
যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির এক সভায় উত্থাপিত গবেষণায় বলা হয়, আমরা হয়তো এমন এক অঞ্চলে রয়েছি যেখানে মহাবিশ্বের ঘনত্ব গড়ে তুলনায় অনেক কম, আর এখান থেকেই সম্প্রসারণ হার দ্রুততর হয়ে উঠেছে।
গবেষণায় বলা হয়, প্রাথমিক মহাবিশ্বের তুলনায় বর্তমান মহাবিশ্ব প্রায় ১০ শতাংশ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই রহস্যজনক তারতম্যকে বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন ‘হাবল টেনশন’ নামে। এটি ‘হাবল ধ্রুবক’ ধারণা থেকে এসেছে, যা মহাবিশ্বের সম্প্রসারণের গতি নির্ধারণে ব্যবহৃত হয়।
? কী বলছেন গবেষকেরা?
যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ইন্দ্রনীল বণিক বলেন, “আজকের সম্প্রসারণ হার প্রত্যাশার তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। এ হার যেকোনো মহাজাগতিক মডেলের তুলনায় বেশি এবং এটি একটি গুরুতর সমস্যা।”
গবেষণামতে, মিল্কিওয়ে গ্যালাক্সি এমন একটি শূন্য অঞ্চলে অবস্থিত, যেখানে ঘনত্ব আশেপাশের মহাবিশ্বের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। এই শূন্যতা মহাকর্ষীয় প্রভাব সৃষ্টি করে পদার্থকে বাইরে টেনে নেয়, ফলে আমাদের চারপাশের মহাবিশ্ব দ্রুত দূরে সরে যাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে।
এই শূন্যস্থান প্রায় এক শ কোটি আলোকবর্ষ বিস্তৃত, যা পৃথিবীর কাছাকাছি অঞ্চলকে করে তুলেছে ভিন্নরকম সম্প্রসারণ হারের কেন্দ্রস্থল। গবেষকেরা মনে করছেন, এই অঞ্চলে বসবাস করার কারণেই আমাদের পর্যবেক্ষণ করা মহাবিশ্বের গতি প্রকৃতির সঙ্গে মিলছে না।
সূত্র: ডেইলি মেইল
বিডি প্রতিদিন/আশিক