এইচএসসি পরীক্ষা চলাকালিন সময়ে পরীক্ষা কক্ষে মোবাইল ফোনে কথা বলায় এক শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ রবিবার গাংনী মহিলা ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে।
গাংনী উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্বরত অবস্থায় পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই কঠোরভাবে নিষিদ্ধ। গাংনী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম বুলু নিয়ম ভঙ্গ করে পরীক্ষার কক্ষে মোবাইল ফোনে কথা বলছিলো। বিষয়টি সিসি ক্যামেরায় দেখা যায়। পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য তাৎক্ষণিকভাবে তাকে পরীক্ষা ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়।
গাংনী মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রর ভারপ্রাপ্ত সচিব রফিকুল ইসলাম জানান, ঘটনার সময় আমি কলেজে উপস্থিত ছিলাম না পরে শুনেছি। তাকে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন