রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়ন বিতরণ শেষ হচ্ছে আজ। আগামী ২৫ সেপ্টেম্বর নির্বাচন সামনে রেখে প্যানেল গঠনের চেষ্টা চলছে। তবে এখনো প্যানেল ঘোষণা দিতে পারেনি কোনো পক্ষ। ছাত্র হলে কিছুটা থাকলেও আমেজ নেই ছাত্রী হল সংসদে। সংকট কাটিয়ে যথাসময়ে নির্বাচন দিতে চায় কমিশন। প্রধান কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, নির্বাচন নিয়ে সংকট আছে। কিন্তু সবকিছু ছাপিয়ে যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে কমিশন তৎপরতা চালিয়ে যাচ্ছে। আশা করি, সবার সহযোগিতায় আমরা সক্ষম হব।
কমিশনের তথ্যমতে, গত এক সপ্তাহে কেন্দ্রীয় সংসদে মনোনয়ন তুলেছেন ২০৩ পদপ্রার্থী। এদের মধ্যে ভিপি পদে ছয়জন, জিএস চার ও এজিএস পদে সাতজন রয়েছেন। নারী পদপ্রার্থী সাতজন। এদের মধ্যে ভিপি পদে একজন, মহিলাবিষয়ক সম্পাদক পদে চারজন, সহকারী মহিলাবিষয়ক সম্পাদক পদে দুজন। সিনেটের পাঁচটি পদে ২৩ জন এবং হল সংসদে ৩৭০ জন মনোনয়ন তুলেছেন। ‘সচেতন শিক্ষার্থী’ প্যানেল হিসেবে মনোনয়ন তুলেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এখনো প্যানেল ঘোষণা দিতে পারেনি ছাত্রদল, শিবির, বাম গণতান্ত্রিক ছাত্রজোট, ছাত্র অধিকার পরিষদ ও সমন্বয়করা।
বিভিন্ন সূত্র বলছে, সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার একটি স্বতন্ত্র প্যানেল গঠনে চেষ্টা করছেন। তিনি জিএস পদে নির্বাচন করবেন। তবে ভিপি পদে কাঙ্ক্ষিত মানের প্রার্থী না মেলায় এখনো প্যানেল দিতে পারেনি তিনি। ভিপি পদে নির্বাচনের কথা ভাবছেন সাবেক সমন্বয়ক মেহেদী সজিব। তবে জিএসসহ বিভিন্ন পদে কাঙ্ক্ষিত মানের প্রার্থী না পাওয়ায় এখনো প্যানেল ঘোষণা দিতে পারেনি। ছাত্র ইউনিয়নের একাংশ, বিপ্লবী ছাত্রমৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও পাহাড়ি পরিষদ মিলে গড়া বাম ছাত্রজোটের নেতৃবৃন্দ ৩৮ পদে মনোনয়ন তুলেছেন। তবে বিভিন্ন পদ নিয়ে জোটে আলোচনা চলমান থাকায় এখনো প্যানেল ঘোষণা দিতে পারেননি তারাও। ছাত্র ফেডারেশন ও ছাত্র অধিকার পরিষদ মিলে একটি প্যানেল গঠনে কাজ করছে। তবে যোগ্য প্রার্থী সংকটে এখনো ঘোষণা দিতে পারছে না তারা। শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, আমরা ছাত্রদলের নেতা-কর্মী দিয়েই প্যানেল ঘোষণা করব। সে জন্য যাচাইবাছাই চলছে। তবে জাতীয়তাবাদে বিশ্বাসী বাংলাদেশপন্থি সবাই ছাত্রদলের প্যানেলে আসতে পারেন। শিবির বলছে, ইনক্লুসিভ প্যানেল গঠনে কাজ চলছে। এতে আদিবাসী ও হিন্দু সম্প্রদায়ের প্রার্থীও থাকবে। জোটের নেতৃবৃন্দ বলছেন, সামাজিক, সাংস্কৃতিক ও পাহাড়ি সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠনে কাজ করছে গণতান্ত্রিক ছাত্রজোট। তফসিল অনুসারে, ৩১ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন বিতরণ চলবে। মনোনয়ন দাখিল ১-৪ সেপ্টেম্বর, ৮ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৯ সেপ্টেম্বর আপত্তিগ্রহণ ও নিষ্পত্তি, ১০ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার, ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং ২৫ সেপ্টেম্বর নির্বাচন।
সাইবার বুলিং কমিটি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাইবার বুলিং রোধে কমিটি গঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক একরামুল হামিদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রথম সভায় নির্বাচনে তাদের করণীয় ও কর্মপন্থা নিয়ে আলোচনা করেছে। এর আগে নির্বাচনে নারী প্রার্থীদের সুরক্ষা ও সুষ্ঠু পরিবেশের স্বার্থে এই কমিটি গঠনের আহ্বান জানান শিক্ষার্থীরা।