তিস্তা বাঁচানোর দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা উত্তরাঞ্চল। তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করার দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচই’ আন্দোলনের অংশ হিসেবে রংপুর বিভাগের পাঁচ জেলায় (লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা) একযোগে ১১ পয়েন্টে মশাল প্রজ্বালন কর্মসূচির উদ্বোধন হয়েছে। গতকাল সন্ধ্যায় একই সময়ে এ কর্মসূচি পালিত হয়। আন্দোলনের প্রধান সমন্বয়ক, সাবেক উপমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কর্মসূচির উদ্বোধন করেন। মশাল প্রজ্বালন কর্মসূচিতে লাখো মানুষের সমাগম হয়।
?তিস্তা নদী রক্ষায় চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্দোলনের তীব্রতা বেড়েই চলেছে। এ নদীর ভবিষ্যৎ নিশ্চিত করা না হলে বৃহত্তর রাজনৈতিক আন্দোলন করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি অভিযোগ করে জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনার বিপক্ষে যারা দাঁড়াবে, তারা জাতীয় শত্রুতে পরিণত হবে।’
একই সঙ্গে তিনি সরকারকে নভেম্বরের মধ্যেই মহাপরিকল্পনার কাজ বাস্তবায়ন শুরু করার অনুরোধ জানান। এর আগে তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে লালমনিরহাটে গণমিছিল, গণসমাবেশ, পদযাত্রা, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।