রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসকের হাতে নার্সের মারধরের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন তার সহকর্মীরা। গতকাল সকাল ৮টা থেকে নার্সরা সব ধরনের সেবা বন্ধ রাখেন, এতে ভোগান্তিতে পড়েন রোগীরা। এ ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নার্সরা জানান, গত বুধবার বিকালে কামরুল হাসান নামে একজন নার্সের সঙ্গে কথা কাটাকাটি হয় সৈকত তাওহিদ নামে একজন চিকিৎসকের। এ সময় সৈকত আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কামরুল হাসানকে পিটিয়ে আহত করেন। সৈকত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদলের সভাপতি। পরে সোহরাওয়ার্দী হাসপাতালেই ভর্তি করা হয় কামরুলকে। এর প্রতিবাদে গতকাল থেকে কর্মবিরতিতে যান নার্সরা। নাজমা আকতার নামে একজন সিনিয়র স্টাফ নার্স বলেন, আমাদের নার্সদের গায়ে হাত তোলার বিচার দাবিতে আমাদের কর্মসূচি। অভিযোগের বিষয়ে চিকিৎসক সৈকত তাওহিদের বক্তব্য পাওয়া যায়নি।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শিহাব উদ্দিন বলেন, নার্সদের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিষয়টি মীমাংসা হয়েছে এবং নার্সরা কাজে ফিরে গেছেন।