নোয়াখালীর বেগমগঞ্জে মাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছে এক বখাটে সন্তান। শুক্রবার সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ছেলেটির মা তৈয়বা বেগম জানান, তার স্বামী ৮ বছর আগে মারা গেছেন। মারা যাওয়ার পূর্বে তিনি ২২ হাজার টাকা দেনা করে যান। সেই দেনা পরিশোধ করার জন্য তিনি ২ ডিসিমেল জায়গা বিক্রি করতে চাওয়ায় তার সন্তান শামীম ও স্ত্রী সন্তান সহ তার ওপর হামলা করে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে তার হাত ও পিঠে মারাত্মক জখম হয়।
পরে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান।
মা তৈয়বা বেগম আরও জানান, ছেলেকে নানা সময়ে সংশোধনের চেষ্টা করলেও উল্টো সে মায়ের সঙ্গেই খারাপ ব্যবহার করে আসছিল। গতকাল শুক্রবার সামান্য কথা কাটাকাটির জের ধরে সে তাকে বেধড়ক পেটায়। পরে তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে সন্তানের কোনো শাস্তি চান না তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেশি কামাল উদ্দিন জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনাটি মীমাংসার চেষ্টা করছি।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, খোঁজ খবর নিচ্ছি। এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিলে আমরা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
বিডি প্রতিদিন/নাজিম