মানিকগঞ্জ পৌরসভার এক গুরুত্বপূর্ণ সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নগরবাসী। শনিবার সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের এলজিইডি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী নগরবাসী, শিক্ষক-শিক্ষার্থী এবং শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। বন্ধ করা রাস্তাটি দীর্ঘ ২৫ বছর ধরে স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় নগরবাসী ব্যবহার করে আসছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাসিম উদ্দিন, সরকারী দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইন্তাজ উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম উজ্জল এবং অবসরপ্রাপ্ত সিএ কাজী সায়েদুল আলম। তারা নাগরিকদের যাতায়াতের অধিকার রক্ষার আহ্বান জানান এবং পৌরসভার কাছে দ্রুত কার্যকর সমাধান চেয়ে জোর দাবি তোলেন।
মানববন্ধন শেষে নগরবাসীরা দৃঢ় প্রতিশ্রুতি দেন, তাঁদের দাবি না মানা পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাবেন।
বিডি প্রতিদিন/আশিক