ব্রিটেনে অভিবাসনপ্রত্যাশীদের বসবাসের একটি হোটেলের বাইরে বিক্ষোভকালে আজ শনিবার তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় দুই পুলিশ সদস্য আহত হন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ব্রিটেনের এপিংয়ের একটি হোটেলে অভিবাসনপ্রত্যাশীদের রাখার ব্যাপারে নিম্ন আদালতের দেওয়া সিদ্ধান্ত গতকাল শুক্রবার বাতিল করে দিয়েছে আপিল আদালত। এ ঘটনায় নতুন করে বিক্ষোভ শুরু হয়।
এসেক্স পুলিশের সহকারী প্রধান কনস্টেবল গ্লেন পাভেলিন বলেন, ‘শুক্রবার রাতে বেশিরভাগ এপিংবাসী স্পষ্টভাবে নিজেদের অবস্থান জানাতে চেয়েছেন এবং তারা সেটা নিরাপদে ও পুলিশের কোনো ঝামেলা ছাড়াই জানাতে পেরেছেন।’
তিনি আরো বলেন, ‘তবে, প্রতিবাদ করার অধিকারের মধ্যে কোনো অপরাধে জড়ানোর সুযোগ নেই। আজ রাতে কিছু লোককে গ্রেফতার করা হয়েছে। আমাদের দু’জন পুলিশ আহত হয়েছে, সৌভাগ্যক্রমে তাদের আঘাত গুরুতর নয়।’
বেল হোটেলে বসবাসকারী এক ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় একজন মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এপিংয়ে শুরু হওয়া বিক্ষোভ ব্রিটেনের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে।
ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট-ছোট নৌকায় অভিবাসনপ্রত্যাশীরা ব্রিটেনে ঢুকে পড়া নিয়ে দেশটিতে মতপার্থক্যের মধ্যে নারী নির্যাতন ইস্যুটি ব্যাপক আকার ধারণ করে।
গত বছরের জুলাইয়ে লেবার পার্টির কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ৫০ হাজারের বেশি অভিবাসী বিপজ্জনকভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে ঢুকে পড়েছে।
বিডি প্রতিদিন/নাজিম