টানা দুই ম্যাচেই ফল প্রত্যাশিত। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হার। গতকাল চীন তাইপেকে হারানো দুই ঘটনায় ছিল বাংলাদেশ হকি দলের জন্য প্রত্যাশিত। ভারতে এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার কাছে হেরে ২৪ ঘণ্টার কম ব্যবধানে খেলতে নেমে চীন তাইপেকে ৮-৩ গোলে হারিয়ে প্রথম জয় পেল বাংলাদেশ। আগামীকাল ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
বিহারের রাজগিরিতে অনুষ্ঠিত ম্যাচে আশরাফুলরা বড় ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত সমানতালে লড়েছে চীন তাইপে। ম্যাচে চার মিনিটেই মোহাম্মদ আবদুল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পিছিয়ে পড়েও রীতিমতো চমক দেখায় তাইপে। খেলা ১০ মিনিট না গড়াতেই ম্যাচে সমতা ফেরায় তারা। সুংইউ ম্যাচ ১-১ করেন। এভাবেই শেষ হয় প্রথম কোয়ার্টার। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় চীন তাইপে। পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন সুংইউ। সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ২৬ মিনিটে আবদুল্লাহই ২-২ সমতায় ফেরান।
তৃতীয় কোয়ার্টার থেকেই ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাংলাদেশ। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৩-২ করেন ডিফেন্ডার সোহানুর রহমান। এরপর ৪২ থেকে ৪৫- এই তিন মিনিটে রীতিমতো ঝড় তোলেন আশরাফুলরা। এরই মধ্যে টানা দুই গোল করেন ফরোয়ার্ড রাকিবুল। আর পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের আশরাফুল করেন আরেক গোল। মাঠে চীন তাইপেকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। পুরো ম্যাচই ছিল লাল-সবুজের দখলে। ৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল করিম পেনাল্টি থেকে ব্যবধান ৭-২ করেন। আবার ও আশরাফুল জালে বল পাঠালে ৮-২ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ। একেবারে শেষের দিকে চীন তাইপে একটি গোল শোধ করে।
আজ বাংলাদেশের হারের সম্ভাবনাই বেশি। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কুলিয়ে ওঠার কথা নয়। যদি জিতে যায়, সেমিফাইনালের সম্ভাবনা থাকবে বাংলাদেশের। তবে গতকাল জয়ের পর টপ ফাইভে থাকার আশা জিইয়ে রাখল। আসরে সেরা পাঁচ দল খেলবে বিশ্বকাপ হকির বাছাইপর্ব।