রেড ক্রসের প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়ারিচ সতর্ক করে বলেছেন, ইসরায়েলের তীব্র সামরিক অভিযানের মধ্যে গাজা সিটি থেকে জনগণকে নিরাপদে সরিয়ে নেওয়া বর্তমান পরিস্থিতিতে একেবারেই অসম্ভব।
শনিবার এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ধাপে ধাপে গাজা সিটির নিয়ন্ত্রণ নিয়ে পুরো গাজা উপত্যকার দখল নেওয়ার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। প্রায় ২৩ মাস ধরে চলা যুদ্ধ এবং অবরুদ্ধ গাজায় চরম খাদ্যঘাটতি ও মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
স্পোলিয়ারিচ এক বিবৃতিতে বলেন, “বর্তমান পরিস্থিতিতে গাজা সিটি থেকে নিরাপদ ও সম্মানজনকভাবে গণউচ্ছেদ সম্ভব নয়। এ ধরনের উচ্ছেদ ব্যাপক জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি ঘটাবে, যা গাজার অন্য কোনো এলাকা সামাল দেওয়ার মতো অবস্থায় নেই। ইতিমধ্যেই সেখানে খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সামগ্রীর মারাত্মক সংকট রয়েছে।”
ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা “সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম সমর্থন করে যাবে, যাতে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হয়।” ইসরায়েল গাজার নাগরিকদের দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।
তবে স্পোলিয়ারিচ বলেছেন, গাজা সিটির বহু মানুষ ক্ষুধার্ত, অসুস্থ বা আহত হওয়ায় তারা উচ্ছেদের নির্দেশ মানতে সক্ষম নয়। আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে ইসরায়েলকে উচ্ছেদের নির্দেশ দেওয়ার আগে বেসামরিকদের জন্য আশ্রয়, নিরাপত্তা ও খাদ্য নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে এসব শর্ত পূরণ করা সম্ভব নয়। তাই এ ধরনের গণউচ্ছেদ শুধু অবাস্তব নয়, বরং অগ্রহণযোগ্য।”
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলি বসতিতে চালানো হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত হয় এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় ৬৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম