জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলার মসনদে ফেরানোর জন্য ক্রমাগত ষড়যন্ত্র হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপা’র মাসব্যাপী কর্মসূচির ১৩তম দিন ১৩ জুলাই দিনাজপুর বাহাদুর বাজার লিলি মোড়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন।
রাশেদ প্রধান বলেন, আমরা একটি স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম। যেই বাংলাদেশ ভারতের করদ রাজ্য হবে না, যেই বাংলাদেশে থাকবে না বৈষম্য, চাঁদাবাজি, রাহাজানি, গুম, খুন। হিন্দুস্তানের ষড়যন্ত্র, আওয়ামী নৈরাজ্য এবং নতুন করে সৃষ্টি হওয়া সন্ত্রাস আমাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। নতুবা জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, সহ সভাপতি মাহবুব আলম ননী, দিনাজপুর জেলা সভাপতি এড. নুরুন নবী, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপম, দিনাজপুর জাগপা নেতা বাপ্পি চৌধুরী, গাজী নুরুজ্জামান প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত