গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদ।
শনিবার এক বিবৃতিতে এলডিপি মহাসচিব বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতায় ভিপি নুরের মতো একজন নেতার উপর এমন হামলা জাতির জন্য গভীরভাবে উদ্বেগজনক এবং ভয়াবহ অশনি সংকেত বহন করে। কাপুরুষোচিত এ হামলা দেশের স্বাধীনতাকামী ও বাংলাদেশপন্থী জনতার কণ্ঠরোধের নোংরা প্রয়াস।
তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান। সেইসঙ্গে ভিপি নুরুল হক নুরসহ সকল আহত নেতাকর্মীর দ্রুত আরোগ্য কামনা করেন।
বিডি প্রতিদিন/আরাফাত