জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ বলেছেন, ২০২৪ এর ৫ আগস্ট পরবর্তী দেশব্যাপী মব ভায়োলেন্স, হত্যা, লুটপাট, চাঁদাবাজি, মামলা বাণিজ্যের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। কতিপয় গোষ্ঠীর দুর্বৃত্তরা রাজনৈতিক পরিচয়ে এধরনের ঘৃণ্য কর্মকা- করতে থাকে। তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এমনকি সাধারণ মানুষের বাড়িঘর মব সৃষ্টির মাধ্যমে দখল করতে থাকে। মব ভায়োলেন্স, অগ্নিসংযোগ, লুটপাট করে জাতীয় পার্টির অগ্রযাত্রা দমিয়ে রাখা যাবে না।
শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে একথা বলেন।
কাজী মানুন আরও বলেন, সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতায় দেশবাসীর যখন নাভিশ্বাস উঠে যাবার উপক্রম ওই সময় দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সরাসরি হস্তক্ষেপে দেশব্যাপী কিছুটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে শুরু করে। কিন্তু এখনো কতিপয় গোষ্ঠীর দুর্বৃত্তরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সরকারের উদাসীনতার কারণে এ ধরনের অপকর্ম চলমান রেখেছে।
বিবৃতিতে কাজী মামুন বলেন, মব ভায়োলেন্স, অগ্নিসংযোগ, লুটপাট করে জাতীয় পার্টির অগ্রযাত্রা দমিয়ে রাখা যাবে না। জনগণ তাদের আর দেখতে চায় না। আমরা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের স্বার্থে অবিলম্বে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এ জাতিকে বিদ্যমান গোমট পরিস্থিতি থেকে মুক্তি দেওয়ার দেয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাচ্ছি।
বিডি প্রতিদিন/আরাফাত