মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য সিক্রেট সার্ভিসের নিরাপত্তা সুরক্ষা বাতিল করে দিয়েছেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি আর এই সুরক্ষা পাবেন না।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, ফরাসি বার্তা সংস্থা এএফপি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা শুক্রবার এ কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের নিয়মানুযায়ী, সাবেক প্রেসিডেন্টরা আজীবন এবং ভাইস প্রেসিডেন্টরা দায়িত্ব ছাড়ার পর ৬ মাস পর্যন্ত সিক্রেট সার্ভিস এর নিরাপত্তা পেয়ে থাকেন।
সেই হিসাবে গত ২১ জুলাই সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নিরাপত্তা পাওয়ার সময় শেষ হয়েছে। কিন্তু গত নির্বাচনে কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজ ছাড়ার আগে কমলার এই নিরাপত্তা পাওয়ার মেয়াদ আরও একবছর বাড়িয়েছিলেন। বাইডেনের সেই সিদ্ধান্তই এবার প্রত্যাহার করলেন ট্রাম্প।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেছেন, গত বৃহস্পতিবার একটি চিঠির মাধ্যমে হ্যারিসকে বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, ১ সেপ্টেম্বর থেকে অতিরিক্ত এই নিরাপত্তা সুবিধা বাতিল করা হচ্ছে।
এ বিষয়ে হ্যারিসের জ্যেষ্ঠ উপদেষ্টা কিয়ার্স্টেন অ্যালেন বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট (সাবেক) যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পেশাদারত্ব, নিবেদিতভাবে দায়িত্ব পালন এবং নিরাপত্তার অটল প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞ।’
ট্রাম্প একজন রিপাবলিকান। আর জো বাইডেন ও কমলা হ্যারিস ডেমোক্র্যাট। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে পরাজিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
বিডি প্রতিদিন/নাজিম