বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হওয়ার আগে ইনজুরির ধাক্কায় স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ব্রাজিল জাতীয় দল। চোটের কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনিয়া ছিটকে যাওয়ায় তার জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন সামুয়েল লিনো।
শনিবার (৩০ আগস্ট) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) এক বিবৃতিতে জানায়, ২৫ বছর বয়সী লিনোকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্লাব ফুটবলে তিনি স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে চলতি মৌসুমে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোয় যোগ দিয়ে দুর্দান্ত ফর্মে আছেন। লিগে ৪ ম্যাচে ২ গোল ও ৪ অ্যাসিস্ট করে নজর কাড়েন এই উইংব্যাক। উইঙ্গার হিসেবেও সমান দক্ষতায় খেলতে পারেন তিনি।
কুনিয়া শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে গিয়ে পেশিতে চোট পান। পরে ক্লাব ও জাতীয় দলের মেডিকেল টিমের পরামর্শে নিজেকে স্কোয়াড থেকে সরিয়ে নেন।
এর আগে চোটের কারণে ছিটকে যান নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার জোয়েলিংটন ও মোনাকোর ফুলব্যাক ভেন্ডারসন। তাদের বদলি হিসেবেও দলে নতুন মুখ ডাক পেয়েছেন। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন বাহিয়ার ২৭ বছর বয়সী মিডফিল্ডার লুকাস অলিভেইরা এবং বোতাফাগোর ২৬ বছর বয়সী রাইটব্যাক ভিতিনিয়ো।
আগামী ৪ সেপ্টেম্বর চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে প্রতিপক্ষ বলিভিয়া। এরই মধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিডি প্রতিদিন/মুসা