বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৩১ আগস্ট) সকালে তিনি সরাসরি দুর্জয়কে ফোন করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনা সম্পর্কে জানতে চান এবং দুর্জয়সহ সাংবাদিকদের আহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি দুর্জয়কে বিশ্রামে থাকার পরামর্শ দেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
গতকাল (৩০ আগস্ট) শনিবার কাকরাইলে জাপা কার্যালয় ঘিরে সংঘাতের সময় নাইমুর রহমান দুর্জয় লাইভ সম্প্রচারে থাকা অবস্থায় ইটের আঘাতে গুরুতর আহত হন। তার মাথা ফেটে ব্যাপক রক্তক্ষরণ হয়। এ সময় অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মাথায় ছয়টি সেলাই দেয়া হয়েছে।
নাইমুর রহমান দুর্জয় বর্তমানে বাসায় অবস্থান করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত হলেও ২৪ ঘণ্টা পূর্ণাঙ্গ বিশ্রাম ও পর্যবেক্ষণে থাকতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল