লক্ষ্মীপুরে নতুন কুঁড়ি (২০২৫) প্রতিযোগিতা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুরাইয়া আক্তার লাকী, জেলা কালচারাল অফিসার মনিরুজ্জামান মনি প্রমুখ। এসময় জেলার শিক্ষা কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, শিশু-কিশোরদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর আঞ্চলিকভাবে (নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর) নতুন কুঁড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় মোট ৩টি ইভেন্টে (অভিনয়, নৃত্য, সঙ্গিত) ৬ থেকে ১১ বছর ও ১১ থেকে ১৫ বছরের শিশু কিশোর অংশ নিতে পারবেন। যারা প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী ৫ তারিখের মধ্যে নিজ নিজ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় এ সভায়।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, এ প্রতিযোগিতা দীর্ঘদিন বন্ধ রাখার পর আবারও চালু হয়েছে, যা আমাদের বাল্য স্মৃতি মনে করিয়ে দেয়। আমরা মনে করি জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীর প্রশিক্ষকদের এটি একটি পরীক্ষা। তারা কীভাবে শিশুদের তৈরি করেছেন, সেটি এ আয়োজনে ফুটে উঠবে। এটি আমাদের জেলার জন্য একটি সুযোগ। আমরা চাই যেন কেউ বাদ না পড়েন, সকলে যেন অংশ নেওয়ার সুযোগ পায়।
বিডি প্রতিদিন/এমআই