হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪ শিক্ষাবর্ষের লেভেল-১ এর শিক্ষার্থীদের জন্য ‘একাডেমিক কাউন্সেলিং এন্ড মোটিভেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা, বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, সংশ্লিষ্ট অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা।
উল্লেখ্য, অনুষ্ঠানে ২০২৪ শিক্ষাবর্ষের ৮টি অনুষদের লেভেল-১ এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই