ফরিদপুর পৌরসভা প্রথম শ্রেণির হলেও এখানকার প্রায় ৬ লাখ মানুষ প্রতিনিয়ত নানা বিড়ম্বনার মধ্য দিয়ে দিনযাপন করছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে সড়ক নিয়ে। ৬৬ দশমিক ৪৩ বর্গ কিলোমিটার এলাকায় ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত ফরিদপুর পৌরসভার অধিকাংশ সড়ক বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরে কোনো প্রকার সংস্কার না হওয়ায় সড়কগুলোতে খানাখন্দ ও গর্ত তৈরি হয়েছে। অল্প বৃষ্টিতেই সড়কে জমে যাচ্ছে পানি। ফলে চরম দুর্ভোগের মধ্য দিয়ে পৌরবাসী এসব সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
বর্তমানে পৌরসভার ২৮টি গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে ১৬টিরই অবস্থা একেবারেই বেহাল। খানাখন্দ ও গর্ত থাকায় ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে যানবাহন। মাঝে মধ্যেই ভাঙাচোরা সড়কের গর্তে পড়ে উল্টে যাচ্ছে রিকশা, ইজিবাইক। ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। সড়কগুলো বেহাল থাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে পৌর নাগরিকদের মাঝে।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২৭টি ওয়ার্ডে ৪৪৫ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। দীর্ঘদিন ধরে এসব সড়কগুলো সংস্কার না হওয়ায় বেশিরভাগ সড়কের পাথর, খোয়া উঠে গেছে। তাছাড়া সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের।
ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম জানান, কয়েকটি সড়কের টেন্ডার হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে। বাকি সড়কগুলোর প্রকল্প আমরা জমা দিয়েছি। অনুমোদন পেলে কাজ শুরু করা হবে।
বিডি প্রতিদিন/এমআই