একসময় যিনি পাকিস্তানের অপরিহার্য ক্রিকেটার ছিলেন, সেই বাবর আজম এখন টি-টোয়েন্টি স্কোয়াডেই নেই। এমন বাস্তবতায় তাকে নিয়ে আলোচনা যেন থামছেই না। এবার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম জানিয়েছেন নিজের অবস্থান। বিশ্বাসের পাশাপাশি দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও।
বাবরের নেতৃত্বে এক সময় তিন ফরম্যাটেই খেলত পাকিস্তান। আজ তিনি অধিনায়কত্বে নেই, এমনকি টি-টোয়েন্টি স্কোয়াডেও জায়গা পান না। এই সংস্করণে এক সময় আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন বাবর, এখন তার অবস্থান ১৮তম।
তবে পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের রান ৪,২২৩ এই ফরম্যাটে রোহিত শর্মা (৪,২৩১) ছাড়া আর কেউ বাবরের চেয়ে এগিয়ে নেই। পাকিস্তানের অন্য কোনো ব্যাটসম্যান সাড়ে তিন হাজার রানও করতে পারেননি।
শেষবার জাতীয় টি-টোয়েন্টি দলে দেখা গেছে বাবরকে গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে। এরপর থেকে ছিটকে পড়েছেন দল থেকে। স্ট্রাইক রেট নিয়ে উঠেছে প্রশ্ন ১২৯.২২ স্ট্রাইক রেট বর্তমান যুগের টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য যথেষ্ট নয় বলেই মত নির্বাচকদের।
কোচ মাইক হেসনও বলেছেন, বাবরকে এই জায়গায় উন্নতি আনতে হবে। সর্বশেষ পিএসএলেও আহামরি কিছু করতে পারেননি বাবর। পেশাওয়ার জালমির হয়ে ১০ ইনিংসে করেছিলেন ২২৮ রান, ৩টি ফিফটি, স্ট্রাইক রেট ১২৮.৫৭।
তবে সবকিছুর পরেও ওয়াসিম আকরামের আস্থা অটুট। জিও নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, “বাবর আজম আমাদের সুপারস্টার, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়। তাকে বলব শান্ত থাকতে, অপ্রয়োজনীয় বিতর্ক বা সংবাদ সম্মেলন এড়িয়ে চলতে। মনে রাখতে হবে, ফর্ম ক্ষণস্থায়ী, ক্লাস চিরস্থায়ী। এইভাবে এগিয়ে গেলে বাবর অবশ্যই আবার শীর্ষে ফিরবে।”
এখন পর্যন্ত বাবর পাকিস্তানের হয়ে খেলেছেন ১২৮টি টি-টোয়েন্টি, ১৩৪টি ওয়ানডে এবং ৫৯টি টেস্ট।
বিডি প্রতিদিন/মুসা
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        