হাঁটুর চোট থেকে সেরে উঠেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে। গত ফেব্রুয়ারি এসিএল বা অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট চোটে পড়েন মার্টিনেজ।
ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সেই ম্যাচে হাঁটুর ভয়াবহ চোটে পড়েন তিনি। ক্যারিংটনে আট মাসের দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর ২৬ বছর বয়সী ডিফেন্ডারকে গত পরশু দলের সঙ্গে মাঠে ফিরতে দেখা গেছে।
তবে মার্টিনেজকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেবে না ম্যানচেস্টার ইউনাইটেড। আগামীকাল নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে মার্টিনেজ খেলতে চাইলেও, আরও সময় নিয়ে তাকে মাঠে নামাতে চায় ইংলিশ জায়ান্ট ক্লাবটি। ইউনাইটেডের কোচ সংবাদ সম্মেলনে বলেন, ‘সে (মার্টিনেজ) এই ম্যাচে খেলতে চায়। কিন্তু তার আরও সময় দরকার, ধীরে ধীরে ফিরবে সে। অনুশীলনে ফিরতে শুরু করেছে মার্টিনেজ, তবে আমরা তার জন্য কিছু সেখানে কিছু পরিবর্তন এনেছি।’
মার্টিনেজের চোটে রক্ষণভাগে নেতৃত্বের অভাবে ভুগছিল রেড ডেভিলরা। ডিফেন্সে প্রতিপক্ষকে একচুল ছাড় না দেওয়া দৃঢ় মানসিকতার মার্টিনেজ ফেরায় খুশি কোচ আমোরিম, ‘সে অনুশীলনের সব সেশনেই দলকে একধরনের বাড়তি শক্তি দেয়। এটি দলের জন্যও খুবই ভালো।’
ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর একাধিকবার বড় চোটে পড়েন মার্টিনেজ। ২০২২ সালের গ্রীষ্মে আয়াক্স থেকে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেওয়ার পর মাত্র ৫২টি ম্যাচ শুরু করতে পেরেছেন এই ডিফেন্ডার।
সময়টা ভালে যাচ্ছে মার্টিনেজের ক্লাব ইউনাইটেডের। দারুণ ছন্দে থাকা আমোরিমের দল প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয় পেয়েছে । সান্ডারল্যান্ড, লিভারপুল এবং ব্রাইটনের বিপক্ষে টানা জয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে তারা। লিগে নয় ম্যাচে ক্লাবটির সংগ্রহ ১৬ পয়েন্ট। শীর্ষে থাকা আর্সেনাল থেকে চার পয়েন্ট পিছিয়ে ম্যান ইউনাইটেড।
বিডি প্রতিদিন/নাজিম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        