টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলক ছুঁলেন অ্যালেক্স হেলস। বিশ্বের মাত্র তৃতীয় এবং ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন এই ওপেনার।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে ব্যক্তিগত ৫০ রান পূর্ণ করার মধ্য দিয়ে এই কীর্তি গড়েন হেলস। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে নামা হেলস ইনিংসের নবম ওভারে ইমরান তাহিরকে বিশাল এক ছক্কায় পঞ্চাশ পূর্ণ করেন, একই সঙ্গে ১৪ হাজার রানের ক্লাবেও তার নাম লিখিয়ে নেন তিনি।
ত্রিনিদাদে ব্রায়ান লারা স্টেডিয়ামে রোববার সকালে অনুষ্ঠিত ম্যাচে হেলস খেলেন ৭৪ রানের দারুণ ইনিংস মাত্র ৪৩ বলে, ৭টি ছক্কা ও ৩টি চারে সাজানো। তার দল ত্রিনবাগো জয় পায় ৬ উইকেট ও ১৬ বল হাতে রেখেই।
এই ম্যাচ পর্যন্ত হেলসের টি-টোয়েন্টি রান দাঁড়ায় ১৪ হাজার ২৪, ৫০৫ ইনিংসে। তার নামের পাশে আছে ৭টি সেঞ্চুরি ও ৮৯টি ফিফটি।
টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রান ক্রিস গেইলের, যিনি ৪৫৫ ইনিংসে করেছেন ১৪ হাজার ৫৬২ রান। তালিকায় হেলসের উপরে এখন কেবল এই 'ইউনিভার্স বস'।
তালিকার তৃতীয় স্থানে আছেন কাইরন পোলার্ড, তিনি বারবাডোজ রয়্যালসের বিপক্ষে অপরাজিত ১৯ রানের ইনিংসে আগের দিন ছুঁয়েছেন ১৪ হাজার রানের মাইলফলক। তার রানসংখ্যা ৬৩৪ ইনিংসে ১৪ হাজার ১২।
এই তিনজনের পর তালিকায় আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ৪২৩ ইনিংসে তার সংগ্রহ ১৩ হাজার ৫৯৫ রান।
বিডি প্রতিদিন/মুসা