প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পূর্বনির্ধারিত বৈঠকের সময় পরিবর্তন করা হয়েছে।
রবিবার বিকাল তিনটায় বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি পরিবর্তন করে সন্ধ্যা সাতটায় নির্ধারণ করা হয়েছে।
রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিকাল সাড়ে চারটায় জাময়াতে ইসলামী, সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাগরিক পার্টি এবং রাত সাড়ে সাতটায় বিএনপির সঙ্গে বৈঠক বসবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির বৈঠকটি নির্ধারিত ছিল বিকাল তিনটায়। ওই সময়ে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা থাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সময়সূচি পরিবর্তনের জন্য অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে বিএনপির বৈঠকের সময়সূচি সন্ধ্যা সাড়ে সাতটায় করা হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ