রংপুরে হত্যা মামলায় ফরিদ মিয়া (৩৫) নামে এক আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন।
ফরিদ উদ্দিন কাউনিয়া উপজেলার সারাইমালিয়াটারী গ্রামের ফুল মিয়ার ছেলে। এ ঘটনায় অপর আসামী ফরিদ মিয়ার স্ত্রী মিষ্টি বেগম ওরফে মিনিকে খালাস প্রদান করে আদালত।
মামলা সূত্রে জানাগেছে, ২০১৭ সালের ১৭ ডিসেম্বর রাত পৌণে ৯টায়হারাগাছ পৌরসভার হক বাজার হোটেল থেকে মোবাইল ফোনে মালিয়াটারী গ্রামের মফেল উদ্দিনের ছেলে সিরাজুল ইসলামকে নিজ বাড়িতে ডাকে আসামি ফরিদ। এরপর পরিকল্পিতভাবে সিরাজুল ইসলামকে হত্যা করে লাশরান্না ঘরে পুঁতে রাখে ফরিদ মিয়া। এ ঘটনায় নিহত সিরাজুল ইসলামের স্ত্রীমবিনা বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন। আদালতে ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে রবিবার আদালতের বিচারক আসামি ফরিদেরযাবজ্জীবন কারাদন্ডসহ ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অন্য একটি ধারায় ৩ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আফতাব উদ্দিন বলেন, এ রায়ে সন্তষ্ট। বাদি পক্ষ ন্যায় বিচার পেয়েছেন। এ মামলায় আসামি পক্ষের আইনজীবি ছিলেন শাহেদ কামাল ইবনে খতিব।
বিডি প্রতিদিন/এএম