না ফেরার দেশে পাড়ি জমালেন প্রয়াত কিংবদন্তি পরিচালক রামানন্দ সাগরের জ্যেষ্ঠ পুত্র পরিচালক, প্রযোজক ও চিত্রগ্রাহক প্রেম সাগর।
রবিবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।
তার মৃত্যুতে ভারতের বিনোদন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করে অভিনেতা সুনীল লাহরী ও অভিনেতা অরুণ গোভিল যথাক্রমে লিখেছেন, ‘এ খুব খুব দুঃখজনক। ওম শান্তি।’ ও ‘শ্রদ্ধেয় প্রেম সাগরজির মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।
প্রার্থনা করি ভগবান শ্রী রামচন্দ্র যেন তাঁর আত্মাকে তাঁর কাছে স্থান দেন।
পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে সিনেমাটগ্রাফি নিয়ে পড়াশোনা করেন প্রেম সাগর। পরবর্তী সময়ে পরিবারের নিজস্ব প্রযোজনা সংস্থা সাগর আর্টস-এ যোগ দেন। সামলেছেন জনপ্রিয় ‘রামায়ণ’ থেকে শুরু করে ‘বিক্রম অউর বেতাল’, ‘শ্রীকৃষ্ণ’র সিনেমাটোগ্রাফি ও প্রযোজনার দায়িত্ব।
একইভাবে বড় পর্দাতেও তার সূক্ষ শিল্পী ভাবনা ফুটিয়ে তুলেছিলেন। টেলিভিশন ও বড় পর্দায় তার কাজ বারবার উদ্বুদ্ধ করেছে পরবর্তী প্রজন্মকে। তার প্রয়াণের সঙ্গে সঙ্গে এক স্বর্ণযুগের অবসান ঘটল বিনোদুনিয়ায়। আগামী দিনে তার পারিবারিক প্রযোজনা সংস্থার ভার তুলে দিয়ে গিয়েছেন তার উত্তরসূরী, তার পুত্র শিব সাগরের কাঁধে।
বিডি প্রতিদিন/কেএ