বিশেষ মাইলফলক স্পর্শ করে গোলের খাতা খুললেন আর্লিং হলান্ড। তবে সেই উল্লাস ম্যানচেস্টার সিটির জন্য দীর্ঘস্থায়ী হলো না। রবিবার প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন তাদের মাঠে ২-১ গোলের কঠিন জয় তুলে নিয়ে পেপ গুয়ার্দিওলার দলকে পরাজিত করেছে।
ম্যানচেস্টার সিটির মাঠে খেলা এই ম্যাচে প্রথমার্ধে এগিয়ে যায় সিটি। ওমার মার্মাউশের ছোট পাস থেকে দূর থেকে ফিনিশ করেন হলান্ড, যিনি প্রিমিয়ার লিগে তার প্রথম ১০০ ম্যাচে সর্বোচ্চ ৮৮ গোলের নজির তৈরি করলেন। তবে দ্বিতীয়ার্ধে ব্রাইটন ঘুরে দাঁড়িয়ে জেমস মিলনারের পেনাল্টি গোল এবং ব্রায়ান গ্রুদার শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে।
ব্রাইটনের এই জয় ম্যানচেস্টার সিটির জন্য বিপদজনক রেকর্ডও হলো। প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে টানা তিন ম্যাচ এবং সাম্প্রতিক ছয় ম্যাচের পাঁচটিতেই তারা হারল। চলতি আসরে মাত্র তিন ম্যাচে এক জয় নিয়ে সিটি ১২তম স্থানে রয়েছে।
গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড অবশ্য ৮৮তম মিনিটে অসাধারণ এক সেভ করেন, তবে চার মিনিট পর ব্রায়ান গ্রুদার ঝটকা গোল রক্ষা করতে পারেননি। যোগ করা সাত মিনিটে সিটি দল গোল করার যথেষ্ট সময় পেলেও ম্যাচ ফিরিয়ে আনতে পারেনি।
বিডি প্রতিদিন/মুসা