শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরিবেশের বিভিন্ন বিপর্যয় নিয়ে পোস্টার প্রেজেন্টেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিংয়ের চতুর্থ তলায় আয়োজিত এ অনুষ্ঠানে ৬০টির বেশি পোস্টার উপস্থাপন করা হয়।
লোকপ্রশাসন বিভাগের প্রভাষক আব্দুল বাছিত সাদাফ বলেন, “পোস্টার প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ক্লাসের বাইরের বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে তত্ত্বকে মেলানোর সুযোগ দেওয়া। তারা মাঠে গিয়ে তথ্য সংগ্রহ করেছে, পরিবেশ, দুর্যোগ ও স্থায়ীত্ব বিষয়ক সমস্যার সৃজনশীল সমাধান উপস্থাপন করেছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য এক বিশাল অর্জন।”
অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, বিভাগীয় প্রধান, বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা গৎবাঁধা মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে জ্ঞান অর্জন করুক এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করুক। এই পোস্টার প্রেজেন্টেশন তার একটি সফল উদাহরণ। শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে, যা তাদের ক্যারিয়ারে সহায়ক হবে।”
অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিবেশ ও দুর্যোগ মোকাবেলায় শিক্ষার্থীদের এই উদ্যোগকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও উৎসাহিত করেছে।
বিডি প্রতিদিন/মুসা