নাটোরে চোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে নবীর আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের নেপালদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।
নবীর রাজশাহীর বাঘা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তিনি নেপালদীঘির পার্শ্ববর্তী ইসলাবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। স্থানীয়রা জানান, রাত ২টার দিকে নেপালদীঘি গ্রামের ইদ্রিস আলীর বাড়ি থেকে কিছু মালামাল চুরি করে পাশের আবদুল আওয়ালের বাড়িতে ঢুকছিলেন নবীর। সে সময় স্থানীয়রা টের পেয়ে চিৎকার শুরু করে এবং তাকে ধরে সংঘবদ্ধ পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গতকাল সকালে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, প্রাথমিকভাবে সংঘবদ্ধ পিটুনিতে হত্যা বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।